মূল পাতা মুসলিম বিশ্ব দুঃখজনভাবে আজ ভোরে ফের হামলা চালিয়ে ১২ জনকে হত্যা করেছে পাক বাহিনী : মাওলানা মুজাহিদ
শেখ আশরাফুল ইসলাম 15 October, 2025 02:44 PM
ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, দুঃখজনকভাবে আজ ভোরে পাকিস্তানি বাহিনী আবারও কান্দাহারের স্পিন বোলদাক জেলায় হালকা ও ভারী অস্ত্র দিয়ে আফগানিস্তানে হামলা চালায়। এ ঘটনায় ১২ জন বেসামরিক মানুষ শহীদ হয়েছেন এবং ১০০ জনের বেশি আহত হয়েছেন।
বুধবার (১৫ অক্টোবর) ইমারাতে ইসলামিয়ার মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
মাওলানা মুজাহিদ আরও জানান, এ ঘটনার পর আফগান বাহিনীও পাল্টা আক্রমণ চালাতে বাধ্য হয়। এতে বহু পাকিস্তানি সেনা নিহত হয়, তাদের বেশ কিছু অবস্থান ও ঘাঁটি দখল করা হয়, অস্ত্র ও ট্যাংক বাজেয়াপ্ত করা হয় এবং তাদের অধিকাংশ সামরিক স্থাপনাও ধ্বংস করা হয়।
তিনি বলেন, সকাল ৮টার দিকে লড়াই নিয়ন্ত্রণে আসে, তবে আমাদের মুজাহিদগণ এখনো উচ্চ মনোবলে দেশ, সীমান্ত ও জনগণকে রক্ষার জন্য প্রস্তুত রয়েছে।
সূত্র : আরটিএ